শরীয়তপুরের ডামুড্যায় এই প্রথমবারের মত ৩০ বছর বয়সের এক নারী করোনা রোগী সনাক্ত করা হয়েছে। আক্রান্ত নারী ডামুড্যা উপজেলার পৌর এলাকার বিশাকুড়ি গ্রামের বাসিন্দা (তার নাম রোকেয়া বেগম)।
এ কারনে ঐ বাড়ির আশে পাশের ৪০টি বাড়ি লকডাউন করে রাখা হয়েছে। গত এক সপ্তাহ পূর্বে ঐ নারী তার স্বামীকে নিয়ে ঢাকায় ডাক্তার দেখাতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পর ঐ তিনি অসুস্থ্য হয়ে পড়েন।
খবর পেয়ে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য বিভাগ সেখানে গিয়ে তার শরীরে করোনা উপসর্গ লক্ষ্য করে তার নমূনা সংগ্রহ করে ১৫ এপ্রিল পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। ১৭ এপ্রিল রাতে রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা যায় তার রিপোর্ট পজেটিভ। সে করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা প্রশাসন পুলিশ প্রশান ও স্বাস্থ্য বিভাগ সেখানে গিয়ে ঐ রাতেই তাকে হোমআইসোলেশনে রেখে চিকিৎসা দেয় । ঐ বাড়ির আশেপাশের ৪০টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার এসএম আবদুল্লাহ আল মুরাদ বলেন, রিপোর্ট পাওয়ার পর ঐ বাড়িতে রোগীকে হোমআইসোলেশনে রেখে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐ বাড়ির আশে পাশের ৪০ বাড়ি লকডাউন দেয়া হয়েছে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র