রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

মশক নিধনে কাউন্সিলরদেরও দায়িত্ব পালনে ঘাটতি আছে: আতিক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১

মশক নিধনে দায়িত্ব পালনে কাউন্সিলরদেরও অবহেলা রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল শনিবার (১৩ মার্চ) রাজধানীর ভাটারায় মশা নিধনের ক্রাশ প্রোগ্রামে গিয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে অনেকগুলো চ্যালেঞ্জ আছে বলেই আজ মশার উপদ্রব বেড়েছে। আমাদের মনিটরিংয়ে যথেষ্ট ঘাটতি রয়েছে। আমরা এখনও সনাতনি পদ্ধতিতে মনিটরিং করছি। এভাবে মনিটরিং করলে চলবে না।’
মেয়র বলেন, ‘আমাদের কাউন্সিলর যারা আছেন, তাদেরও দায়িত্ব নিতে হবে। তাদেরও দায়িত্বে অবহেলা আছে। যারা মশক কর্মী, যারা মশক সুপারভাইজার এবং দেখা শোনা করেন, তাদেরও দায়িত্বে ঘাটতি আছে। সিটি করপোরেশনের কর্মকর্তাদের মনিটরিং না থাকাও বড় কারণ।’ মশক নিধনে গত গত ৮ মার্চ থেকে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ডিএনসিসি। সংস্থাটি জানিয়েছে এ অভিযান চলবে ১৬ মার্চ পর্যন্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com