মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

ঘোষণা দিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়লেন আমির

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

গুঞ্জন আগেই শোনা গিয়েছিল। এবার সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন আমির খান। সম্প্রতি তার ৫৬তম জন্মদিন পালন করেছেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’। সোমবার (১৫ মার্চ) মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘জন্মদিনে ভালোবাসা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ। আমি পরিতৃপ্ত। আরেকটি খবর, সোশ্যাল মিডিয়ায় এটি আমার শেষ পোস্ট। মনে হচ্ছে আমি এতে খুবই সক্রিয় এবং এটি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। আগে যেভাবে করতাম এখন আবার সেভাবে যোগাযোগ করব।’ এই অভিনেতা জানান, একেপি নামে একটি অফিশিয়াল চ্যানেল চালু করেছেন তিনি। তার সিনেমা সংক্রান্ত যাবতীয় তথ্য এখন থেকে সেখানেই পাওয়া যাবে।
এর আগে এই অভিনেতার ঘনিষ্ঠ একজন সূত্র জানান, আমির মনে করছেন তিনি সেলফোনে আসক্ত হয়ে পড়েছেন। এটি তার ব্যক্তি ও পেশাগত জীবনে প্রভাব ফেলছে। এজন্য তিনি ফোন থেকে দূরে থাকবেন এবং পুরোনো দিনের মতো জীবনযাপন করবেন। শুধু তাই নয়, লাল সিং চাড্ডা সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো তার টিম সামলাবেন। আমির খানে পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এতে তার বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। আদভাইত চন্দন পরিচালিত সিনেমাটি চলতি বছর বড়দিন উপলক্ষে মুক্তির কথা রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com