প্রথম লেগে ২-০ গোলে জয়। ফিরতি লেগে ন্যুনতম ড্র করলেই হতো ম্যানসিটির। কিন্তু না। উল্টা দুরন্ত এক সিটিকেই দেখা গেল। যেখানে জার্মানির ক্লাব বরুশিয়া মনশেসগ্লাডবাখকে প্রথম লেগের মতোই ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে খেলা নিশ্চিত করেছে ম্যানসিটি। দুই লেগ মিলিয়ে সিটির জয়ের ব্যবধান ৪-০। শুরুতে কেভিন ডি ব্রুইনের গোল। এরপর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান।
ম্যাচটি হওয়ার কথা ছিল সিটির ইতিহাদ স্টেডিয়ামে। কিন্তু কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে ম্যাচ বুদাপেস্টে সরিয়ে নেওয়া হয়। একই কারণে প্রথম লেগও হয়েছিল এই মাঠে।
১২ মিনিটেই লিড নেয় ম্যানসিটি। রিয়াদ মাহরেজের পাসে দারুণ শটে গোল করেন ডি ব্রুইনে। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়। ১৮ মিনিটেই ব্যবধান হয় দ্বিগুণ। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ফোডেন পাসে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন গিনদোয়ান (২-০)। চলতি মৌসুমে সিটির সর্বোচ্চ গোলদাতা এই জার্মান মিডফিল্ডারের সব প্রতিযোগিতা মিলে গোল হলো ১৫টি।
এরপর প্রথমার্ধে ডি ব্রুইনে ও মাহারেজ গোলের সুযোগ তৈরি করলেও তাতে পূর্নতা পায়নি। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ রাহিম স্টার্লিং, আগুয়েরো বদলি হিসেবে নামলেও গোলের দেখা মেলেনি। ২-০ গোলের সুখকর জয়ের আনন্দে মাঠ ছাড়ে ম্যানসিটি। টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার টিকিট পায় পেপ গার্দিওয়ালা বাহিনী।