ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সাবেক মহাসচিব, সাবেক তিন বারের মন্ত্রী, গনতন্ত্রের সিংহ পুরুষ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়দুর রহমানের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার ভোরে লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। প্রথমে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ওবায়েদ কন্যা শামা ওবায়েদ রিংকুর নেতৃত্বে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর বিএনর অন্যান্ন নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করে। ২০০৭ সালের ২১ মার্চ মৃত্যুবরণ করেন এই বরেণ্য রাজনীতিবিদ কেএম ওবায়দুর রহমান। বিকালে শামা ডেইরি ফার্ম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দীকুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস- চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ ইসলাম রিংকু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, জেলা বিএনপির সম্পাদক এ্যাডঃ মোদাররেছ আলী ইছা, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি ঋফজাল হোসেন খান পলাশ, এ্যাডঃ হাবিবুর রহমান হাবিব, যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সাধারণ সম্পাদক জারজিস মাতুব্বর, যুবদল নেতা হেলালুদ্দীন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমানসহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা কেএম ওবায়দুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনের উপর আলোকপাত করেন।