রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

ভোট ব্যাংকের রাজনীতি করছে দিদি : মোদি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ করে বলেছেন, পশ্চিমবঙ্গের তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতি করছেন ‘দিদি’। গত রোববার বাকুড়ায় বিজেপির এক সমাবেশে এ কথা বলেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বন্ধুগণ, আসুন আমরা সংকল্পবদ্ধ হই এবার আসল পরিবর্তন হবে। এবার গড়বো ‘সোনার বাংলা’। এবার ক্ষমতায় আসছে বিজেপি। বাংলায় পরিবর্তন আনবে বিজেপি। বাংলার উন্নয়নের জন্যই এ পরিবর্তন হবে। দিদি (মমতা) কাটমানির খেলা চলবে না, দুর্নীতির খেলা চলবে না, তেলবাজির খেলা চলবে না।’
তিনি বলেন, ‘কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল আগেই বাংলাকে বরবাদ করেছে। এদের নীতির জন্য বাংলায় দ্রুতগতিতে উন্নয়ন হয়নি। কিন্তু যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ আর নষ্ট হতে দেয়া যায় না। কলেজ বিশ্ববিদ্যালয়ে আধুনিকীকরণের জন্য বিজেপির সরকার দরকার। কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার হলে পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে ফাইবার অপটিক ইন্টারনেট হবে। আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হবে। ছয় হাজার টাকা পৌঁছে যাবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায় ভোট দিন, পদ্মফুলে ছাপ দিন।’
প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, ‘পানির সমস্যায় কষ্ট পাচ্ছেন বাকুড়ার মানুষ। দিদি ১০ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। এখানে পানীর ব্যবস্থা কোথায়? কেন্দ্রীয় সরকারের টাকায় তৃণমূল নেতাদের পকেট ভরেছে। কেন্দ্রীয় প্রকল্প থেকে সাধারণ মানুষ বঞ্চিত।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন, ‘বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ মে দিদি যাচ্ছেন এবং বাংলার পরিবর্তন আসছে। ভারতে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট হবে। ফল ঘোষণা হবে আগামী ২ মে। সূত্র : পার্সটুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com