রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

চুরি হওয়া তেল উদ্ধারের দাবিতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি পালন

ওমর ফারুক শাহজাদপুর (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

চুরি হওয়া তেল উদ্ধারের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে কর্মবিরতি পালন করছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। ফলে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ৪ ঘন্টা তেল উত্তোলন বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খানের আশ্বাসের পর পুনরায় ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়। উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মনির সরকার জানান গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে ১৩ হাজার লিটার জ্বালানি তেল নিয়ে লালমনির হাটের উদ্দেশ্যরওনা দেয় একটি ট্যাংলরি। পথে বগুড়া জেলার শেরপুরে ট্যাংকলরি থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল ও সাড়ে ৪ হাজার লিটার ডিজেল চুরি হয়। খবর পেয়ে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শেরপুরে গিয়ে সাড়ে ৪ হাজার লিটার ডিজেলসহ প্যারিত্যাক্ত অবস্থায় ট্যাংকলরি টি উদ্ধার করে। এসময় ট্যাংকলরির চালক ও হেলপার কে আটক করে পুলিশ। পরে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয় পুলিশের কাছে। এঘটনায় ২৭ ফেব্রুয়ারি শেরপুর থানায় তেল ও ট্যাংকলরির মালিক মুন্না ফকির বাদি হয়ে চালক ও হেলপারের বিরুদ্ধে ছিনতাই মামলা করে। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান মামলার পরও চুরি হওয়া তেল উদ্ধার হয়নি। তেল উদ্ধারের দাবিতে মঙ্গলবার সকাল থেকে ট্যাংকলরী শ্রমিকরা কর্মবিরতি পালন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com