তিস্তা নদীর ন্যায্য হিস্যা দাও, সিমান্তে হত্যা বন্ধ কর, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান করে গুজরাটের গণহত্যাকারী দাঙ্গাবাজ নোরেন্দ্র মোদির আগমনকে প্রত্যাখ্যান করা সহ সহ শাল্লায় হিন্দু সংক্ষালঘুদের বাড়ী-ঘড়ে হামলা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নগরীতে কালো পতাকার মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি। (২৪) মার্চ বেলা ১২ টায় নগরীর ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, জাকির তালুকদার ও ডাঃ মনিষা চত্রবর্তী ও মিরাজ আহমেদ। এর পর্বে বাম গণতান্ত্রিক জোট নেতা কর্মীরা নগরীতে কালো পতাকার মিছিল বেড় করে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদররোডে এসে সমাবেশ করেন।