রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনা সভা কলমাকান্দায়

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১

অপ্রতিরোধ্য, অগ্রযাত্রায়, বাংলাদেশ এ প্রতিবাদ্য আলোকে নেত্রকোণার কলমাকান্দায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে দুইদিন ব্যাপী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামের প্রাঙ্গণে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ইউএনও মো. সোহেল রানা। বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা’র সভাপতিত্বে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুন, ওসি এটিএম মাহমুদুল হক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু সহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ প্রমূখ। বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, বিভাগীয় কর্মকর্তা- কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী বিভাগীয় দপ্তরের ২৩ টি স্টল বসানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com