বাংলাদেশ সল্পোন্ন দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় গলাচিপা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও সকল দপ্তর, এনজিও, সামাজিক সংগঠন, বর্তমান শেখ হাসিনা সরকারের নানাবিধ উন্নয়ন বিষয়ে চিত্রসহ বর্ণাঢ্য কর্ম যজ্ঞ, প্রদর্শণ পূর্বক দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পূর্বে সকল সরকারি ও বেসরকারি শ্রেণী পেশার প্রতিনিধি সহ এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে জনতা মঞ্চে এক উন্নয়ন মূল্যক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যা মু. শাহিন শাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাংবাদিক সমিত কুমার দত্ত মলয় ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদিকা ইসরাত জাহান আনা প্রমূখ। উন্নয়ন মেলার সভাপতি ও উপজেলা নির্বহী অফিসার বলেন বঙ্গবন্ধুর সপ্নেদেখা বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বর্তমান সরকার বাংলাদেশকে এবং দেশের তৃণমূল থেকে রাজধানী পর্যন্ত কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ সহ যে উন্নয়ন কাজের বাস্তবায়ন করেছে তা জাতি চিরকাল স্বরণীয় করে রাখবে। তিনি আরো বলেন সকলে মিলে সমৃদ্ধ দেশ গড়ার কাজে প্রতিশ্রুতি বদ্ধ হই। উন্নয়ন মেলা উপলক্ষে যুবকদের সাঁতার, কুইজ, আনন্দ ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।