রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন

বিশ্ব নাট্য হোক নিপীড়িত লাঞ্ছিত অসহায় গণ মানুষের নতুন শক্তি

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১

দিনাজপুর নাট্য সমিতির উদ্যোগে বিশ্ব নাট্য দিবসে বক্তারা

দিনাজপুরের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত হলো বিশ্ব নাট্য দিবস এবং নাটক বীর বান্টা। রাষ্ট্রপতি কর্তৃক পদকপ্রাপ্ত, দিনাজপুর নাট্য সমিতির অধ্যক্ষ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কাজী বোরহানের সভাপতিত্বে আলোচনা করেন দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান তারেক, নাট্য সমিতির নাট্য পরিচালক সম্বিত সাহা সেতু ও বিশিষ্ট নাট্যকার, গবেষক, বীর বান্টা নাটকের নাট্যকার ড. টেটো রেদওয়ান। যুক্ত রাজ্যের মঞ্চ, চলচিত্র ও টেলিভিশন অভিনেতা হেলেন মিরেন এর আন্তর্জাতিক বাণী পাঠ করেন নাট্য সমিতির সহ অধ্যক্ষ তরিকুল ইসলাম। উক্ত বাণী বাংলা অনুবাদ করেছেন মফিদুল হক। বক্তারা বলেন, বিশ্ব নাট্য হোক নিপিড়িত লাঞ্ছিত অসহায় গণমানুষের নতুন শক্তি। বিশ্ব নাট্য দিবসে আমাদের অঙ্গীকার হোক ভাল নাটক মঞ্চস্থ করা। আন্তর্জাতিক বাণীতে বলা হয়েছে এই গ্রহে যতকাল ধরে মানুষের বসবাস, ততকাল তারা একে অপরকে শুনিয়েছে গল্প। থিয়েটারের অনিন্দ শিল্পরূপ বেঁচে রইবে যতদিন আমরা রইব এই গ্রহে। লেখক, শিল্পনির্দেশক, নিত্যশিল্পী, গায়ক, বাদক, অভিনেতা, পরিচালক কখনই শ্বাসরুদ্ধ হবেন না এবং নিকট ভবিষ্যতে আবারও পুনর্জীবিত হবেন আমাদের মিলিত বসবাসের বিশ্ব সম্পর্কে নতুন শক্তির উপলব্ধি নিয়ে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন দিনাজপুর নাট্য সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কুমাল উদ্দিন বাচ্চু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com