মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ১৫ দিনের মাথায় ভেঙে পড়েছে ড্রেনের এক পাশের দেয়াল। মঙ্গলবার ভোরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে নির্মাণ করা এ ড্রেনটি ভেঙে পড়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ২ লক্ষ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন এ কাজটি বাস্তবায়ন করেন। স্থানীয়রা জানান, প্রথম থেকেই এ ড্রেন নির্মাণের কাজে নয়-ছয়ের অভিযোগ ছিল। স্থানীয়রা বিষয়টি কমলগঞ্জ পৌর মেয়রকে অবগত করলে তিনি সরেজমিনে পরিদর্শন করে কাজে অনিয়মের কারণে দুইদিন কাজ বন্ধ রাখার নির্দেশ দিলে কাজ বন্ধ ছিল। যদিও পরিবর্তিতে কাজের গুণগত মানের নিশ্চয়তা দিয়ে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজ সমাপ্তের ১৫ দিনের মাথায় মঙ্গলবার ভোরে হালকা বৃষ্টির মধ্যেই হঠাৎ ড্রেনের দেয়াল ধ্বসে পড়ে। কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ বলেন, শুরু থেকে কাজে অনিয়ম থাকায় এলাকাবাসীর অভিযোগে সরজমিনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেই। পরবর্তীতে কাজের গুণগতমানের নিশ্চয়তা প্রধান করলে কাজটি আবারও শুরু হয়। কাজের ঠিকাদার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।