রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

লকডাউনেও গাইবান্ধা শহরে কিস্তি আদায়, এনজিও’র চাপে বিপাকে নিম্ন আয়ের কর্মহীন মানুষ

রানা সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১০ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল রাত ১২ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। ঋণের কিন্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে নিম্ন আয়ের কর্মহীন মানুষ। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় আয় উপর্যন নিয়ে বিপাকে পড়েছেন তারা। তার উপর বিভিন্ন এনজিও থেকে যারা ঋণ নিয়েছেন তারাও রয়েছেন ভীতিকর অবস্থায়। লকডাউন থাকা সত্ত্বেও গাইবান্ধা পৌরসভায় সেই নির্দেশনা অমান্য করে রাতে কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে বেসরকারি অনেক এনজিও’র কেন্দ্র ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তার বিরুদ্ধে। এছাড়াও রাতে কিস্তির টাকা তোলার জন্য সদস্যদের বাড়িতে গিয়ে বসে থাকতে দেখা গেছে। গাইবান্ধা জেলা প্রশাসক মহাদয়ের কাছে কর্মহীন মানুষের দাবি লকডাউন থাকাকালীন সময়ে কিস্তি আদায় বন্ধ করা হোক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com