রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

শেরপুরে বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলন

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১

শেরপুর জেলার সদর উপজেলায় উৎপাদিত বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে ১১ এপ্রিল রোববার সকাল ১১টায় শেরপুর জেলা শহরের মাধবপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে সদর উপজেলার আলু চাষীরা। এসময় শেরপুর সদর উপজেলায় বিএডিসির চুক্তি ভিত্তিক কৃষকদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলু চাষী সমিতির সভাপতি মো. উসমান গণি। তিনি বলেন, বিগত বছরের উৎপাদন খরচের তুলনায় এবছর ৪৬৫ একর জমিতে আলু উৎপাদন করা হয়েছে। একর প্রতি ৩ থেকে ৫ মেট্রিকটন আলু উৎপাদন হয়। এবছর প্রতি কেজি বীজ আলু উৎপাদন খরচ সরকারি মূল্যে নির্ধারণ করা হয়েছে ‘এথ গ্রেড ১৯ টাকা এবং ‘বিথ গ্রেড ১৬ টাকা। এতে করে কৃষকগণ হতাশা হয়েছেন। গত বছর বিএডিসি কর্তৃক প্রতি কেজি বীজ আলুর মূল্যে নির্ধারণ করা হয়েছিল ‘এথ গ্রেড ২৩ টাকা এবং ‘বিথ গ্রেড ২২ টাকা। অপরদিকে তিনি আরো বলেন, এবছর জমি লীজের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং অধিক শ্রমিক ও বালাইনাশক প্রয়োগ করা হয়েছে। এতে করে আলু চাষীদের উৎপাদন খরচ প্রতি কেজি প্রায় ২২ টাকায় দাঁড়িয়েছে। বিগত দিনে বিএডিসি কৃষকদের উৎপাদন খরচের চেয়ে আলু বীজের মূল্য ৩০% বেশি দিয়ে ছিল। সেই হিসেবে এ বছর প্রতি কেজি আলু বীজের মূল্য হয় ‘এথ গ্রেড ২৭ টাকা এবং ‘বিথ গ্রেড ২৫ টাকা।
তাই ২০২০-২০২১ অর্থ বছরের প্রতি কেজি বীজ আলুর মূল্যে ২৭ থেকে ২৫ টাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরদাবি জানান সংবাদ সম্মেলনে আসা সদর উপজেলার উপস্থিত কৃষকেরা। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আলু বীজ উৎপাদনকারী কৃষক সাবেক অধ্যক্ষ মো. আতাউর রহমান হেলাল, কৃষক জুলহাস উদ্দিন বাদশা, মিলন মিয়া, মিজানুর রহমান, বক্ল ম্যানেজার সাইদুর রহমান সুমন প্রমুখ। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, কোষাধ্যক্ষ জাহিদুল খান সৌরভসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com