মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:০১ অপরাহ্ন

গায়ক আগুনের কণ্ঠে কুরআন তেলাওয়াত

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন। ‘ও আমার বন্ধু গো’, ‘পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে’সহ বহু কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন সিনেমায়। অডিও ইন্ডাস্ট্রিতেও আগুনের কণ্ঠে এসেছে ‘আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়’ শিরোনামের তুমুল জনপ্রিয় গান। আজকাল আর নিয়মিত গাইতে দেখা যায় না তাকে। শখের অভিনেতা অভিনয়ও করছেন না অনেক দিন। নতুন এক অভিজ্ঞতা অর্জন করলেন সম্প্রতি। সেই অভিজ্ঞতা এলো ভক্তদের জন্য নতুন উপহার দিতে গিয়ে। প্রথমবারের মতো কুরআন তেলাওয়াত করলেন আগুন।
রোজার মাসে প্রচারের উদ্দেশ্যে এক অনুষ্ঠানে সুরা ফাতিহা তেলাওয়াত করতে শোনা যাবে আগুনকে। অনুষ্ঠানটির নাম ‘সাওতুল রমজান’। এটি এসএ টিভিতে প্রচার হবে। আগুন জানান, গত সপ্তাহে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘এ এক নতুন অভিজ্ঞতা। সাহস করে কুরআন তেলাওয়াত করেছি টিভিতে। আশা করছি, দর্শক এতে আমার ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com