করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশে চলমান কঠোর লকডাউনে শ্রমিক সংকটের কারণে গাজীপুরের শ্রীপুরে এক দরিদ্র কৃষকের এক বিঘা জমির ধান কেটে দিলেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল ছাত্রলীগ নেতা সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকার কৃষক দুলাল মিয়ার ক্ষেতের পাকা ধান কেটে দেন তারা। এসময় ছাত্রলীগের ১০জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেন। কৃষক দুলাল মিয়া বলেন, লকডাউনে শ্রমিক সংকটের কারণে আমার জমির পাকা ধান আমি কেটে ঘরে তুলতে পারছিলাম না। এ নিয়ে বেশ দুঃশ্চিন্তায় ছিলাম। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে দিয়েছে। এতে আমার খুব উপকার হয়েছে। ছাত্রলীগ নেতা সুলতান সিরাজ জানান, করোনাভাইরাস ও লকডাউনে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। শ্রমিক সংকটে বা আর্থিক সংকটে থাকা কৃষকদের তালিকা করে পর্যায়ক্রমে আমরা তাদের ধানও কেটে দেব ।