শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

গাইবান্ধায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের উদ্যোগে সাংবাদিকদের সাথে সুশীল সমাজের মতবিনিময়

আমিনুর রহমান গাইবান্ধা :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

গাইবান্ধায় হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের উদ্যোগে ব্যবসায়ী হাসান আলীর হত্যাকারীর বিচার দাবীতে সাংবাদিকদের সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাসদ জেলা কার্যালয়ে ২২এপ্রিল দুপুর বারটায় ঘন্টাব্যাপী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধার বিশিষ্ট জুতা ব্যবসায়ী হাসান আলীর হত্যাকারী আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানার ফাঁসি দাবী করেন। সেই সাথে থানা থেকে ব্যবসায়ী হাসান আলীকে মাসুদ রানার হেফাজতে তুলে দেয়ায় গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, তদন্ত অফিসার মুজিবুর রহমান ও এসআই এর শুধু প্রত্যাহার নয় বরখাস্ত করাসহ দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন বক্তারা। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, ডিআইজি, ডিএমপিসহ প্রশাসনিক দপ্তরে স্মারকলিপি প্রদান ও লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জাসদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন হাসান হত্যার প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম গোলাপ, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সাংবাদিক গোবিন্দলাল দাস, মাহমুদুল গনি রিজন, গৌতমাসিস গুহ সরকার, শামীম আল সাম্য, দিপক কুমার পাল, শামীম উল হক সাহিন, রিক্ত প্রসাদ, হেদায়েতুল ইসলাম বাবু, আরিফুল ইসলাম বাবু, অমিতাভ দাস হিমুন, খাদেদ হোসেন, বিপ্লব ইসলাম, ফারহান শেখ, হারুন অর রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক জাভেদ হোসেন, ফয়সাল জনি, আমিনুর রহমান, সন্জয় সাহা, জাসদ ছাত্রলীগ ফিরোজ কবির রানা, সভাপতি রোকন উদ দৌলা। উল্লেখ্য গাইবান্ধা শহরে সুদের টাকা দিতে না পাড়ায় গাইবান্ধা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মাসুদ রানা কর্তৃক সাবেক আফজাল সুজের মালিক হাসানকে অপরহন করে একমাস নিজ বাসায় রেখে ১০ এপ্রিল নির্যাতন করে হত্যা করে। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। দলীয় পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com