জনপ্রিয় লেখক ও ঔপন্যাসিক সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ উপন্যাস অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে টেলিছবি। টেলিছবিটির নাম ‘মরণোত্তম’। বঙ্গবিডির বেজড অন বুক (বব) এর উদ্যোগে টেলিছবিটি পরিচালনা করবেন সময়ের আলোচিত ও জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমদ্দার। আগামী ২৯ এপ্রিল থেকে টেলিছবিটির শুটিং শুরু হবে। এতে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, মহিমা প্রমুখ।
এবার জানা গেলো, টেলিছবিটির গুরত্বপূর্ণ আজিজ মাস্টারের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। সঞ্জয় সমদ্দার বলেন, চরিত্রটির জন্য ইলিয়াস কাঞ্চন ভাইকে পারফেক্ট মনে হয়েছে। তিনিই থকছেন। তিনি আরও বলেন, গল্পটা সমসাময়িক। সাধারণ মানুষের দুর্ভোগ ও আত্মত্যাগ এর মাধ্যমে বড় কিছু অর্জনের যে দুর্ভাগ্যজনক প্রক্রিয়া তাকে ফোকাস করা হয়েছে। আশা করছি বিনোদন এর পাশাপাশি ভাবনার খোরাক যোগাবে এই টেলিফিল্মটি। গল্প প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষক, একজন কবি, সমাজের ক্ষমতাবান কিছু মানুষ ও একটি আত্মহত্যার গল্প কে এক সুতোয় গাঁথা হয়েছে। একজন শিক্ষকের আত্মহুতি তথা আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দর্শকদের নাড়া দিবে। ইলিয়াস কাঞ্চন শিক্ষকের ভূমিকায় এবং ইমতিয়াজ বর্ষন কবি’র ভূমিকায়।