কিশোরগঞ্জের হোসেনপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ৩৭ শতাংশ জমির ধান কর্তনের অভিযোগ উঠেছে। গত ২৫ এপ্রিল রোববার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের কেচুরিযা গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, উপজেলার গোবিন্দপুর মৌজায় ৬৩৫৬ দাগে ৮ শতাংশ ও ৬৩৫৯ দাগে ২৯ শতাংশ মোট ৩৭ শতাংশ জমিতে আসাদুজ্জামান টিপু বাদী হয়ে সহকারি জজ আদালত,কিশোরগঞ্জে আঃ খালেক, লাল মিয়া, সিদ্দিক মিয়া গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ১৯ /১/২০২১ তারিখে ঐ জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারি করেন। কিন্তু বিবাদী আঃ খালেক,লাল মিয়া,সিদ্দিক মিয়া গংরা আইন-আদালতের তোয়াক্কা না করে ভারটিয়া লাটিয়াল বাহিনী নিয়ে ২৫ এপ্রিল রোববার ঐ জমির ধান কর্তন করেন। এ ঘটনায় তাৎক্ষনিক আসাদুজ্জামান টিপু বাদি হয়ে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আঃ খালেক,লাল মিয়া,সিদ্দিক মিয়া গংরা পালিয়ে যায়। কিন্তু পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই পুনরায় ধান কাটা শুরু করে। এ ব্যাপারে বিবাদী লাল মিয়া সাংবাদিকদের বলেন, আমি উকিল স্যারের নির্দেশ পেয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ জারিকৃত জমির ধান কর্তন করেছি। এ জমি আমার,আমার ধান আমিই নিচ্ছি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে ধান কাটা থেকে তাদের বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।