নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তরমুজ ও বিভিণœ ফল বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। মোগরাপাড়া চৌরাস্তার ফলের বাজারে গিয়ে দেখা যায় বিভিন্ন জাতের প্রতি কেজি তরমুজ প্রকারভেদে ৭০ থেকে ১২০ টাকা বিক্রি করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। দিন দিন দাম বাড়ছে মৌসুমী ফল তরমুজের। রোযার মধ্যে এ ফলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় মৌসুমী ফলের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ। সাধারণ ক্রেতার অভিযোগ, প্রশাসনের মনিটরিং না থাকার কারণে দোকানীরা শক্তিশালী সিন্ডকেটের মাধ্যমে সকল ফল বেশি দামে বিক্রি করছেন। প্রশাসনের লোকজন নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ঢাকাসহ অন্যান্য এলাকার সাথে সমন্বয় করে দাম নির্ধারণ করে দিলে ফলের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। ব্যবসায়ীরা বলেছেন, রোজা ও অতিরিক্ত গরমের কারণে তরমুজ ভাংঙ্গিসহ অন্যান্য ফলের দাম কিছুটা বেশি। ঢাকা থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই এখানে কম দামে বিক্রি করতে পারিনা। মোগরাপাড়া চৌরাস্তা ফলের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তরমুজের মূল্য বাংলা লিংক ৭০/৮০ টাকা, কালো তরমুজ ৮০/৯০ টাকা ও হলুদ তরমুজ ১০০/১২০ টাকায় বিক্রি হচ্ছে, এছাড়া প্রতিকেজি মালটার মুল্য ১৬০/১৮০ টাকা, আপেল ২০০/২২০ টাকা, আঙ্গর ৩০০/৩৫০ টাকা, আনার ৩২০/৩৫০ টাকা, ভাংগি ১ কেজি ওজনের ১০০/১২০ টাকা, আনারস (২৫০ গ্রাম) ওজনের ৫০/৬০ টাকা।