রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

পাটগ্রামে কৃষকের জালে অজগর সাপ আটক

আমিনুর রহমান বাবুল পাটগ্রাম (লালমনিরহাট) :
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এক ভুট্টা ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে এক কৃষক। সাপটি দেখতে ওই কৃষকের বাড়িতে ভীড় জমান এলাকার লোকজন। জানা গেছে গত রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামের ভারতীয় সীমান্ত লাগোয়া নিজ ভুট্টা ক্ষেত দেখতে যায় লুতু মিয়া। এ সময় ভুট্টা ক্ষেতে চিকন আইলে জালের মধ্যে আটক একটি অজগর সাপ দেখতে পান তিনি। পরে তিনি সাপটি উদ্ধার করে বাড়িতে লোহার খাঁচায় রাখেন। মুহূর্তেই এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন ওই কৃষকের বাড়িতে ভীড় জমান। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। ধারনা করা হচ্ছে ওই গ্রামের কাছাকাছি ভারত সীমান্ত। হয়ত অজগর সাপটি ভারতের কোন বনাঞ্চল থেকে খাবারের খোঁজে ওই এলাকায় আসতে পারে। কিন্ত বিধি বাম কৃষক লুতু মিয়ার ভুট্টা ক্ষেত সুরক্ষায় আইলের চতুর্দিকে জাল দিয়ে ঘেরাও থাকায় সেখানে আটকে যায় অজগর। পাটগ্রাম প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলিও) আখিরুজ্জামান শামীম বলেন, সম্ভবত ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগর সাপটি খাবারের সন্ধানে এসে থাকতে পারে। পাটগ্রাম উপজেলা ফরেস্টার আব্দুর রহমান বলেন, অজগার সাপটি পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার দইখোয়া নওদাবাস সংরক্ষিত শালবনে অবমুক্ত করা হবে। সাপটি প্রায় ছয় ফুট লম্বা ও তিন, চার কেজি ওজনের হবে। এর আগে একই ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে গত বছরের জুলাই মাসে আরও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com