নাম মালেকা খাতুন বয়স ৪০ বছর সে সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের চরবেড়া গ্রামের মৃত আকশেদ আলী প্রামাণিকের মেয়ে মালেকা। পরিবার সূত্রে জানা যায় মালেকার দীর্ঘ ২৫ বছর পূর্বে তারাশ থানাথীন খালকুলা গ্রামের আতাহার আলীর ছেলে মোঃ জামাল উদ্দিনের সাথে শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হলে একটি ছেলে একটি মেয়ে সন্তান জন্ম নিলে জামাল উদ্দিন আবারও দ্বিতীয় বিবাহ করলে মালেকার জীবনে নেমে আসে ঘোঁর অন্ধকার স্বামীর বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন সহ্য না করতে পারিয়া অসহায় বাবার বাড়িতে চলে আসে দীর্ঘ দিন থাকা অবস্থায় ক্ষুধার জ্বালা মিটাতে ছেলে কন্যা কে নিয়ে ঢাকায় একটি বাসায় ঝি-এর কাজ করে আসিতেছে এমতাবস্থায় হটাৎ করে মালেকা গুরুতর অসুস্থ হয়ে পরলে ঢাকার একটি ক্লিনিকে ভর্তি হলে কর্মরত চিকিৎসা থীন ডাঃ বলেন মালেকার একটি কিডনি নষ্ট হয়ে গেছে, মালেকার জীবন বাঁচার তাগিতে মাথা গোজার ঠাঁই বাবার বাড়িতে চার ডেসিমাল বাড়ির ভিটা বিক্রি করে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃ গোলাম মোস্তফার কাছে চিকিৎসা শুরু করেও মালেকার শারীরিক অবস্থার উন্নতি হইতেছে না,সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে “মালেকা” বাঁচতে চায়” মালেকার জীবন বাঁচাতে চিকিৎসা বাবদ অনেক অর্থের প্রয়োজন আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকা। তাই তার পরিবারের জন্য দুই -তিন লক্ষ টাকা যোগার করা কখনই সম্ভব হবে না,চিকিৎসার অভাবে একদিন নিয়ে যাবে তার জীবনের প্রাণ, তাই অসহায় নিঃস্ব মালেকা খাতুন কে বাঁচতে দেশের স্ব-রিদয়বান ব্যাক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন মালেকার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা বড় বোন আজিরন বিকাশ নং ০১৭৪০৯৭২০০৬