সিলেটে ভূমিকম্পে হেলে পড়া ৬তলা দুটি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। গত শনিবার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এ নির্দেশ দেন। ভূমিকম্পের ফলে দুটি ৬তলা ভবন একটি অপরটির দিকে অন্তত দুই ফুট হেলে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন- নগরের পাঠানটুলার দর্জিপাড়াস্থ মোহনা আবাসিক এলাকার বি ও সি ব্লকের পাশাপাশি থাকা দুটি ছয় তলা বিল্ডিং প্রায় দুই ফুট হেলে পড়ে। তবে- এতে কোনো ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে রাতে মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহাগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ভবন দুটি পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের প্রকৌশলী আংশুমান ভট্টাচার্য্য, রাজু উদ্দিন আহমদ ভবন দুটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পরে ভবন দুটিতে বসবাসকারি লোকজনকে দ্রুত অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। এদিকে- ভবন দুটির নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের।