আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দিতে খাল ও স্টর্ম সুয়ারেজ সংযোগ পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা জানান।
আতিকুল ইসলাম বলেন, কয়েক মাস আগে ঢাকার খালগুলো ওয়াসা থেকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন এসব খালে পানি প্রবাহ ঠিক রাখতে আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। করোনা মহামারিকালে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করি এবার ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা সেলিম রেজা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, অভিনেতা ফেরদৌস আহমেদ এবং নাট্য ব্যক্তিত্ব তানভীন সুইটি উপস্থিত ছিলেন।