রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন

তিউনিশিয়ার বিখ্যাত ইসলামিক স্কলার হিচেম ডাইয়েতের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১

উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়ার বিশিষ্ট ঐতিহাসিক ও ইসলামিক স্কলার হিচেম ডাইয়েত (৮৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য বিবিসি ২ জুন জানিয়েছে, হিচেম ডাইয়েত ৬ ডিসেম্বর ১৯৩৫ সালে তিউনিশিয়ার তিউনিসে এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা-চাচা ও আত্মীয়-স্বজনদের অনেকেই বিশিষ্ট ইসলামিক স্কলার ও বুদ্ধিজীবি ছিলেন। ইসলামি আইন শাস্ত্র তথা ইলমে ফিকহের সঙ্গে ডাইয়েত পরিবারের সম্পর্ক সুগভীর। হিচেম ডাইয়েত সাদিকি কলেজে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয়। তিনি সেখানে ফরাসি, বিশ্বসাহিত্য, পশ্চাত্য দর্শন, আরবি ও ইসলামিক স্টাডিজের ওপর বিশেষ জ্ঞান অর্জন করেন। সাদিকি কলেজ থেকে নেওয়া প্রশিক্ষণেই তাঁর আলোকিত চিন্তাধারা, নবজাগরণ ও আদর্শ সংস্কার করার সুযোগ পান। বিশিষ্ট ইসলামিক স্কলার হিচেম ডাইয়েত তিউনিশি বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটস প্রফেসর ছিলেন। এছাড়াও তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। তিনি ইউরোপিয়ান একাডেমির বিজ্ঞান ও কলা পরিষদের সদস্য ছিলেন।
তিনি ইসলাম ও আধুনিক দর্শন নিয়ে অনেক বই রচনা করেন। তার বইগুলোর মধ্যে অন্যতম হলো- ইউরোপ অ্যান্ড ইসলাম (১৯৭৮), দ্য গ্রেট ফিতনা (১৯৮৯), ইসলামিক কালচার ইন ক্রাইসিস : এ রিফ্লেকশন অন সিভিলাইজেশনস ইন হিস্টোরি (২০১১), দ্য লাইফ অফ মুহাম্মাদ : প্রিডিকেশন ইন মক্কা (২০১৪), দ্য লাইফ অফ মুহাম্মাদ : রিভিলেশন অ্যন্ড প্রোফেসি (২০১৪)। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি অনেক পুরস্কার ও সম্মাননা পান এবং অনেক বিভাগের দায়িত্ব পালন করেন। এর মধ্যে অন্যতম হলো- ১৯৮৯ : তিউনিশিয়ার জাতীয় মানবিক পুরষ্কার (তিউনিস)। ১৯৯৬১ : তিউনিশিয়া প্রজাতন্ত্রের আদেশের কমান্ডার পুরস্কার। ২০০৬ : সুলতান বিন আলী আল ওয়েস পুরষ্কার। (দুবাই)। ২০১২: তিনি তিউনিশিয়ার সাইন্স ও আর্টস একাডেমির সভাপতি নির্বাচিত হন। ২০১৬ : আরব বুক অ্যাওয়ার্ড (বৈরুত)। ২০১৭ : তিউনিশিয়ার কোমার ডি’অর পুরষ্কার (তিউনিস)। ২০১৮ : তিউনিশিয়ান বিশ্ববিদ্যালয় পদক (তিউনিস)। ২০১৮ : আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট পদক (প্যারিস)। ২০১৯ : তিউনিশিয়া প্রজাতন্ত্রের আদেশের গ্র্যান্ড অফিসার। আল্লাহ তাআলা বিশিষ্ট ইসলামিক স্কলার ও বুদ্ধিজীবী হিচেম ডাইয়েতকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com