পটুয়াখালীর বাউফলের কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাশ রুম দখল করে মুগ ডালের গুদাম বানিয়েছে ওই বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মো. মতিউল ইসলাম। এনিয়ে বিদ্যালয়ে চলছে সমালোচনাল ঝড়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষক মতিউল ইসলাম অধিক লাভের আশায় কম দামে ১০০মন মুগডাল ক্রয় করেন। ক্রয়কৃত মুগডাল কয়েক মাস গুদামজাত করে রাখবেন। পরে সুযোগ বুঝে চড়া দামে বিক্রি করবেন। আর এই ডাল মজতু করার জন্য ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয় ভবনকেই গুদাম ঘর বানিয়েছেন ওই শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয় সংশ্লিষ্ট এক ব্যক্তি জানায়,‘ মতিন মাষ্টার (মতিউল ইসলাম) শিক্ষক মানুষ হওয়া সত্বেও অধিক মুনাফার জন্য ডালের মজুদ ব্যবসা শুরু করেছেন। তাও আবার বিদ্যালয় শ্রেণী কক্ষ দখল করে। আর সেই ডাল রাখার অনুমতি দিয়েছেন স্বয়ং প্রধান শিক্ষক নিজে। এটা কোন ভাবেই মানা যায় না। এতে বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এবিষয়ে শিক্ষক মো. মতিউল ইসলাম বলেন,‘ বিকল্প গুদাম ঘর পেলে বিদ্যালয় থেকে ডাল সরিয়ে ফেলবো। এবিষয়ে কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ বলেন,‘ অল্প কিছু দিনের জন্য ডাল রাখার অনুমতি দেওয়া হয়েছে।