শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন

হৃদরোগ ইনস্টিটিউটে করোনায় আক্রান্ত আরও ৪২ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৪২ জনের নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ইতোমধ্যে এই হাসপাতালে থাকা দেশের সবচাইতে বড় ভাসকুলার সার্জারি ইউনিটের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও ওটি স্টাফের মধ্যেও কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল হক সিয়াম।

এর আগে, গত ২৮ এপ্রিল এই হাসপাতালের আটজন চিকিৎসক ও ১৬ জন নার্সসহ ৩০ জন কোভিড-১৯ সংক্রমিত হয়েছিল বলে জানিয়েছিলেন ডা. আশরাফুল হক সিয়াম।

ডা. সিয়াম বলেন, ‘এখন পর্যন্ত আমাদের চিকিৎসক, নার্সসহ ৪২ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এরমধ্যে ১০-১২ জন চিকিৎসক আছেন। হাসপাতালের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। রোস্টার করে ডিউটি চালিয়ে যেতে হচ্ছে। কারণ সারা বাংলাদেশের হৃদরোগের সমস্যাজনিত রোগীরা এই হাসপাতালেই চিকিৎসা নিতে আসে। অনেকেই এখন ভর্তি আছেন। আর তাই আমাদের হাল ছেড়ে দেওয়া সম্ভব না।’

এখনও হাসপাতালের চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই ওয়ার্ডের কার্যক্রম আরেক জায়গার শিফট করেছি। ভাসকুলার সার্জারি ইউনিটের ওটির কার্যক্রম অন্য জায়গায় শিফট করে কার্যক্রম চালিয়ে নিচ্ছি।’

ঝুঁকির মুখে থেকেও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে জানিয়ে ডা. সিয়াম বলেন, ‘হুমকি তো থাকছেই। কিন্তু তাই বলে তো আমাদের থেমে থাকা যাবে না। রোগীর চিকিৎসা সেবা আমরা এখানে দিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি তাই।’

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com