নীলফামারীর ডোমারে উপজেলা পুষ্টি সমন্ময় কমিটির সভা ও ওয়েব পোর্টল ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। জানো প্রকল্পের সহায়তায় বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এমওডিসি ডাঃ আবুল আলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার , মহিলা ভাইস চেয়ারম্যান বেগমর রওশন কানিজ, ডোমার সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু , বোড়াগাড়ি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, বামুনিয়া চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সোনারায় চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হরিণচড়া চেয়ারম্যান আজিজুল ইসলাম, পাঙ্গামটুকপুর চেয়ারম্যান এমদাদুল ইসলাম, গোমনাতি চেয়ারম্যান আব্দুল হামিদ, জোড়াবাড়ী চেয়ারম্যান আবুল হাসান, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্, ফিল্ড অফিসার আমানুল হক, হুমায়ুন কবীর প্রমূখ বক্তব্য রাখেন। প্রথম পর্ব শেষে জানো প্রকল্পের আওতাধীন উপজেলার ৪৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা কালীন সময়ে নিজ বাড়িতে থেকে ছবি আঁকা, সুন্দর হাতের লেখা এবং রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে ২য় অধিবেশনে ওয়েব পোর্টাল প্রশিক্ষন এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষনে উপজেলা পুষ্টি ব্যাবস্থাপনা কমিটির সকল দপ্তরের টেকনিক্যাল পার্সনগন উপস্থিত ছিলেন। প্রশিক্ষণটি পরিচলনার করেন কেয়ার বাংলাদেশ প্রতিনিধি মোহাসিনুর রহমান ও মোঃশরিফুল কাদির। উল্লেখ্য- জানো প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন এর অর্থায়নে অষ্টিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার ইন্টারন্যাশনাল ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরী সহায়তায় জাতীয় পর্যায়ের বে-সরকারী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্পটি ২০১৮ সালের ১সেপ্টেম্বর হতে রংপুর জেলার তারাগঞ্জ, কাউনিয়া, গংঙ্গাচড়া এবং নীলফামারী জেলার কিশোরগঞ্জ, নীলফামারী সদর, জলঢাকা ও ডোমার উপজেলায় একযোগে প্রকল্পটি সরকারের সমম্বিত পুষ্টি কার্যক্রমকে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।