ফরিদপুরের নগরকান্দায় প্রধান মন্ত্রীর উপহার হিসেবে দেওয়া গৃহহীন ভূমিহীনদের নতুন ঘর পরিদর্শন করেছেন ( উপ – সচিব)স্থানীয় সরকার ফরিদপুরের উপ- পরিচালক মোহাম্মদ আসলাম মোল্যা। গতকাল উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি, পৌরসভার মিরাকান্দা, কাইচাল ইউনিয়নের পাঁচ কাইচাল, চরযশোরদী ইউনিয়নের নিখরহাটি গ্রামে প্রধান মন্ত্রীর দেওয়া উপহার হিসেবে গৃহহীন ভূমিহীনদের নতুন ঘর দ্বিতীয় পর্বের ১১০ টি পরিবারের জন্য বরাদ্দকৃত স্থান পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ফরিদপুর মোহাম্মদ আসলাম মোল্যা। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনারক (ভূমি) আহসান মাহমুদ রাসেল, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইকবাল কবির ব্যাপারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। বিভিন্ন স্থান পরিদর্শন করে কাজের মান সম্পর্কে আসলাম মোল্যা সন্তোষ প্রকাশ করে বলেন আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে নগরকান্দার ঘর নির্মান সবচেয়ে ভাল হয়েছে। কাজে তিনি খুশি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রুসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরে তিনি উপজেলা সভাকক্ষে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হোন।