রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণে উদ্বোধন করা হয়েছে। গত রবিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মিলন, আরাফাত জামিল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি অফিসার বিকাশ সরকার, মনোজ কুমার মৃধা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকলের আওতায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা তাদের পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় বিষমুক্ত পুষ্টি বাগান স্থাপন করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারবে। এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com