রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

আনারস প্রতীকের নির্বাচনী প্রচারণায় ঢল নেমেছে তৌহিদের পক্ষে

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৬ জুন, ২০২১

স্বরূপকাঠি উপজেলার মধ্যে জলাবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন দারুণ ঝুঁকিপূর্ণ হলেও ভোটারদের আর্শীবাদ নিয়ে নির্বাচনের গণ সংযোগ করতে হচ্ছে অসীম সাহসীকতার মধ্য দিয়ে। যদিও বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আশীষ বড়াল পলাশ হত্যার প্রধান হত্যার আসামি থাকার কারণে সমগ্র জলাবাড়ীর সাধারণ ভোটাররা দারুণ শংকিত। পাশাপাশি নির্বাচনের সতন্ত্র প্রার্থী আনারসের প্রতিক নিয়ে নির্বাচনের প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদও দারুণ ভাবে চিন্তিত। এতকিছুর পরও পরিবর্তনের আশায় জলাবাড়ীর বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটাররা ঐক্য তৈরী করে শেষ সময়ে দারুণ ভাবে মাঠে রয়েছে। আর সেই আলোকে জমে উঠেছে ৫নং জলাবাড়ীর ইউনিয়ন পরিষদের নির্বাচনের শেষ সময়ের উত্তাপের হাওয়া। নৌকার কান্ডারী বর্তমান চেয়ারম্যান বাবু আশীষ বড়ালের জন্য একটা শক্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সতন্ত্র প্রার্থী। দলমত নির্বিশেষে শেষ সময়ে জনপ্রিয় সাবেক চেয়ারম্যান প্রার্থী মোঃ তৌহিদুল ইসলামের পক্ষে জনমত তৈরী করতে সক্ষম হয়েছে সাধারণ ভোটাররা। সতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ তৌহিদ নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে ইতিমধ্যে। আর সেই আলোকে মাদ্রা, ঝালকাঠি, আতা, মুসলিম পাড়া, মাঝিবাড়ী,শান্তির হাট, আরামকাঠী, ইদেলকাঠী, জলাবাড়ী, কামারকাঠী, ব্রাহ্মণকাঠী এলাকায় দারুণ ভাবে ঘুরে দাড়িয়েছে সতন্ত্র প্রার্থী আনারসের প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে থাকা তৌহিদুল ইসলাম। এদিকে গত মঙ্গলবার মাদ্রা বাজারে আনারশের নির্বাচনী জনসভার বিকেলের মিটিংয়ে সাধারণ ভোটারদের মধ্যে গণ জোয়ারে পরিনত হয়।সাধারণ মানুষ ছুটে আসে সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের জনসভায়। পড়ন্ত বিকেলের মিটিংয়ে উপচে পড়া ভোটারদের মুহুমুহু করতালিতে মুখরিত করে তোলে মাদ্রা এলাকার নির্বাচনী মিটিং। নির্বাচনী প্রচারণায় দলমত নির্বিশেষে সকল ভোটারদের ঢল নেমেছিল গত মঙ্গলবার মাদ্রা বাজার এলাকায়। নির্বাচনী জনসভায় স্বাগত বক্তব্য রাখেন বিমল মন্ডল। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে। কোরান তেলাওয়াত পাঠ করেন মোঃ মিজানুর রহমান ও গীতা পাঠ করেন শৈলেন মিস্ত্রি। এদিকে ধারাবাহিকতা বজায় রেখে পর্যায় ক্রমে বক্তব্য রাখেন সাবেক মেম্বার দেবাশীষ মন্ডল, অনুপম রায়, পল্লী চিকিৎসক দীপঙ্কর মিত্র, শৈলেন মিস্ত্রি, জুয়েল সমদ্দার, ধীরেন সমদ্দার, আইনজীবী বাবু ভিপুতি ভীষণ রায়,সাবেক শিক্ষক সুভাষ দা,প্রবীণ নেতা চুনি লাল মন্ডল, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম ফুয়াদ, সাহসী মানুষ কিশোর ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক জলাবাড়ী ইউনিয়ন শাখার প্রবীণ নেতা প্রীতিষ মন্ডল, পরিমল ডাক্তার, কলেজ শিক্ষক বিশ্বজিৎ মিস্ত্রি, সাবেক শিক্ষক নিরোধ বিহারি, মেধাবী শিক্ষক বাবু রথিন বড়াল, মোঃ সুলতান স্যার প্রমুখ। সংক্ষিপ্ত সময়ের মধ্যে বর্তমান চেয়ারম্যান প্রার্থী মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ তার নির্বাচনী বক্তৃতায় বলেন, আমি বিগত সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। আজ আবারও আমি নির্বাচনের মাঠে আছি সকলের আর্শীবাদ নিয়ে। আমি বিগত সময়ে উন্নয়ন করতে সক্ষম হয়েছি কিনা তার নিরভ সাক্ষী জলাবাড়ীর সন্মানিত ভোটাররা। আমি বরাবরই মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে মেলে ধরতে চেষ্টা করি। আমার নির্বাচনের প্রতিক হল আনারস। তাই আপনাদের সহযোগিতা নিয়ে আনারশের বিজয় নিশ্চিত করতে চাই মহান আল্লাহর নাম নিয়ে। এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা সহ স্বল্প পরিসরে শ্রুতি মধুর বাচন ভঙ্গি সহ চমৎকার চমৎকার শব্দ চয়নের মধ্যে সমগ্র অনুষ্ঠানকে সার্থক করে তোলেন স্থানীয় রাজনীতির বহু শীর্ষ নেতৃবৃন্দরা। সংক্ষিপ্ত সময়ের মধ্যে বহু বক্তারা বলেন কাজে নয় বরং উন্নয়ন চাই জলাবাড়ীর ইউনিয়নের মধ্যে । আনারশের প্রতিককে জয়ী করুন আর তাতেই সমগ্র জলাবাড়ীর উন্নয়ন। বিগত সময়ে সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ কি কি উন্নয়ন করেছেন তা আমরা সকলেই স্বচক্ষে দেখেছি। আবার বর্তমান চেয়ারম্যান পলাশ হত্যার প্রধান আসামী আশীষ বড়াল কি কি করেছে তাহাও আমরা সকলেই কম বেশি অবগত। আমরা সকলেই নিরব সাক্ষী ভালো ও মন্দের। সর্বশেষ তথ্য মতে জলাবাড়ীর ইউনিয়ন পরিষদের জন্য একজন দক্ষ চেয়ারম্যান দরকার। আর সেই বিবেচনায় আনারশের প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে থাকা মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ নিঃসন্দেহে যোগ্য দাবীদার বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com