কুষ্টিয়া জেলাব্যাপী সম্প্রতি করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে যাওয়ায় আজ সোমবার থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই মাঠে নেমেছেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও গণমাধ্যমের কর্মীবৃন্দ। এসময় সরকারি আদেশ অমান্য করায় ভেড়ামারা বাজার, নতুনহাট গোলাপ নগর বাজার ও কুচিয়ামোড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৮টি মামলায়ে ১৭হাজার টাকা অর্থদ- প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার। তিনি বলেন, স্বাস্থ্যবিধি পালনে ও লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।