করোনা মহামারী প্রতিরোধে মাস্ক পরা,কিছুক্ষণ পর সাবান দিয়ে হাত পরিষ্কার করা,ভিড় এড়িয়ে চলা,ন্যূনতম ৩ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা রোগীদের কোয়ারেন্টাইনসহ স্বাস্থ্য বিধি মেনে চলবার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসচেতনামূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসেবে “মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে দেশের ৬৪ জেলার ১২৮টি উপজেলার সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন ও ক্যারাভান প্রদর্শনীসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে। ২১ জুন সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা সদরস্থ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে এবং কাটাখালি, আমবাড়ি বাজার ও গোবিন্দগঞ্জ পয়েন্টে এ উপলক্ষ্যে এক ক্যারাভান প্রদর্শনীর আয়োজন করা হয়। এর আগে ২০ জুন রোববার সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাছননগরস্থ কার্যালয়ে উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী। সদর উপজেলার ওয়েজখালী, নবীনগর, রাধানগর পয়েন্ট ও রঙের বাজারসহ ৫টি উল্লেখযোগ্য পয়েন্টে দিনব্যাপী এই ক্যারাভান প্রদর্শনীটি সাধারন মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে সুষ্ঠভাবে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, ক্যশিয়ার মমরাজ চৌধুরী, প্রধান সহকারী অম্বা রায়, এশিয়াটিক ইভেন্ট এ্যাকটিভিশন এর প্রতিনিধি শরীফুল ইসলাম হৃদয় ও এমডি হামিম প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৌমিত্র চক্রবর্ত্তী বলেন, কোভিড ১৯ ভাইরাসের কারণে বিশ্বজুড়ে করোনা মহামারী যে ভয়াবহ রুপ ধারন করেছে ,তার প্রতিরোধে আমাদের সচেতন থাকা এবং ভ্যাকসিন গ্রহন করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্বাস্থ্যবিধি মানবো এবং সকলকে মানতে সচেতন করবো। তবেই বাংলাদেশসহ পুরো বিশ্ব করোনা মহামারীর ভয়াবহ প্রকোপ থেকে সুরক্ষিত থাকবে। উল্লেখ্য ৪র্থ স্বাস্থ্য,জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসুচি (এইচ.পি.এন.এস.পি) এবং স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেল্থ এন্ড প্রমোশন ও স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা মহামারী বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ এর অংশ হিসেবে এই ক্যারাভান প্রদর্শনী পরিচালিত হয়।