ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২১৯টি গ্রামে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা আনসার সদস্যদের মাধ্যমে বিভিন্ন সড়ক, সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে রক্ষণাবেক্ষণ করবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধিনতার সুবর্ণ জয়ন্ত উপলক্ষে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দুপুর থেকে দিনভর গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের হাতে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নিবার্হী অফিসার মো. তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা আনসার বিডিপি অফিসার মো: আব্দুল হামিদ প্রমুখ।