বাগেরহাটের চিতলমারীতে ওয়াপদা ভেড়িবাঁধে বসবাসরত একটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তোভোগী পরিবারটি প্রভাবশালী ওই দখলদারের হুমকির মুখে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে নিজের শেষ আশ্রয়ের জায়গা টুকু রক্ষা করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ওই পরিবারটি। চিতলমারী সদর বাজার সংলগ্ন ওয়াপদা ভেড়িবাঁধের বাসিন্দা মো. বেল্লাল শেখ হতাশা ব্যক্ত করে জানান, তিনি পানিউন্নয়ন বোর্ডের কাছ থেকে কুরমণি মৌজার ৩৬/১ পোল্ডারের আওতাধীন স্থানে জায়গা বরাদ্দ নিয়ে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছেন। উক্ত জায়গায় বসবাসের জন্য স্থানীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের কাছে আবেদন করা হলে তিনি বাগেরহাট জেলা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালককে ব্যবস্থা নিতে বলেন। এ মোতাকেব ভূমিহীন ১১২টি পরিবার ওয়াপদা ভেড়িবাঁধের পাশে বসবাসের অনুমতি পান। যার তালিকার ১৩ নং স্থানে ভুক্তভোগী বেল্লাল শেখের নাম রয়েছে । নির্ধারিত জায়গায় বেল্লাল পরিবার নিয়ে থাকেন। কিন্তু উক্ত জায়গা দখল নিতে পাশের বসবাসরত রড-সিমেন্টের ব্যবসায়ী সাবেক সেনা সদস্য কাজী মফিজুর রহমান তাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। ইতিমধ্যে তার ঘরের পেছনের অংশ দখল করে নিয়েছেন ওই সেনা সদস্য। এতে বাধা দেওয়ায় বেল্লাল ও তার পরিবারের লোকজনকে নানা ভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। এ বিষয়ে সাবেক সেনা সদস্য কাজী মফিজুর রহমান দখলের বিষয়টি অস্বীকার করে জানান, তিনি তার ক্রয়কৃত রেকডীয় জায়গায় ঘর তুলেছেন। বেল্লাল শেখের কাছে তিনি বের হবার জন্য একটু পথের জায়গা চাওয়া নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে। বাগেরহাট জেলা পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক বিশ্বজিৎ বৈদ্য জানান, আপাতত পানিউন্নয়ন বোর্ডের জায়গা বরাদ্দ দেওয়া বন্ধ রয়েছে। এ জায়গা নিয়ে কোন সমস্যা সৃষ্টি হলে তার অফিসে গিয়ে বিষয়টি তাকে অবহিত করতে পরামর্শ দেন।