ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নয়জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
রোববার (৩ মে) বিকেলে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের একজনকে বাড়িতে সঙ্গরোধে (হোম কোয়ারেনটাইন) এবং বাকি আটজনকে প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে রাখা হয়েছে। তাদের মধ্যে সাতজন সদরঘাট ফায়ার স্টেশনের এবং দু’জন পোস্তগোলা ফায়ার স্টেশনে কাজ করেন। তারা সবাই এখনো ভালো আছেন। তবে তাদের প্রতি নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।
শাহজাহান শিকদার বলেন, অগ্নি নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে তারা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছি।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দু’জন মারা গেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৬৫ জনের। এ নিয়ে দেশে মোট নয় হাজার ৪৫৫ জনের করোনা শনাক্ত হলো।
এমআর/প্রিন্স