নীলফামারীর ডোমারে আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অ-রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “সোহাগ সুখ পল্লী”র উদ্যোগে অসহায় মানুষের জন্য এ্যাম্বুলেন্স সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬জুন) দুপুরে পৌর এলাকার ছোট রাউতা কাজীপাড়ায় পল্লী নিবাসে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন সোহাগ সুখ পল্লী’র সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মিজানুর রহমান সোহাগ। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ মাহফিলসহ দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এ সময় সোহাগ সুখ পল্লী’র উপদেষ্টা রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক রতন কুমার রায়, সংগঠক শুভ ভৌমিক, তপু রায়, আরিফ বীন রশিদ দ্বীপ, রাকিবুল হাসার রাকিব, নুরুজ্জামান, গোপাল রায়, সোনা রায়সহ সংগঠনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সোহাগ জানান, তার পল্লীতে দীর্ঘদিন যাবত গবাদীপশু পালন, ভার্মি কম্পোস, কেঁচো সার তৈরী ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে সফলতার মূখ দেখেছে। আতœ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এলাকার গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষের জন্য এ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। মধ্যবৃত্ত ও নি¤œবৃত্ত রোগীর জন্য স্বল্প খরচে এবং একদম অসহায় গরিব মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে ফ্রি সার্ভিস সেবা প্রদান কারা হবে। তার এধরনের উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।