শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

কুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে স্প্রে মেশিনসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

আরিফুর রহমান (তিতাস) কুমিল্লা :
  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১

তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে ৭০টি স্প্রে মেশিন, করোনা সুরক্ষা সামগ্রী সহ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৭ জুন সোমবার সকাল ১১ টায় বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে ২০২০-২০২১ ইং অর্থ বছরে এলজিএসপি-৩(বিবিজি)এর আওতায় বলরামপুর ইউনিয়নের কৃষকদের মাঝে স্প্রে মেশিন, হ্যান্ড স্যানিটাইজার, ফিনাইল, মাস্ক, সাবান ও বিভিন্ন প্রজাতির কয়েক শত ফলজ গাছের চারা বিতরণ করা হয়। বলরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূর নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি ও করোনা সুরক্ষা উপকরন বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. পারভেজ হোসেন সরকার। তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাৎ রাশেদা আক্তার, তিতাস উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভূঁইয়া, তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে.এম আবু নওশাদ। মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মাৎ ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ রফিকুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.ছাদেক হোসেন পাঠান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হাসান প্রলয়, অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ ও গন্যমান্য ব্যক্তবর্গ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত সকলকে বেশী বেশী ফলের গাছ এবং সবজী চাষের জন্য উৎসাহ প্রদান করেন এবং করোনা প্রতিরোধে লকডাউন মেনে চলার আহবান জানান এবং বিভিন্ন স্কুল পরিদর্শন করে ছোট ছোট বাচ্চাদের মধ্যে খেলাধুলার জন্য সাথে করে নিয়ে আসা ফুটবল বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com