মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাস্ক পরা নিয়ে জনসচেতনতা তৈরি করতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে ‘মাস্ক পরুন’ শিরোনামে আলপনা এঁকে অভিনব উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল। মঙ্গলবার দুপুরে চৌমুহনা চত্বরে গিয়ে দেখা যায় পথচারীরা দাঁড়িয়ে ‘মাস্ক পরুন’ আল্পনা দেখছেন, অনেকে রিকশা, গাড়ী থামিয়েও লেখাটি পড়ছেন। আবার কেউ কেউ দাঁড়িয়ে ছবিও তুলছেন। ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এই আলপনার ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। করোনা সংক্রমণ মোকাবিলায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর আগে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এসবের মধ্যে উপজেলাজুড়ে ক্যাম্পেইন, শহরের বিভিন্ন দোকানে, শপিংমলে ‘নো মাস্ক, নো সার্ভিস’স্পিকার সাঁটানো, শর্ট ফিল্ম তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ মোবাইল কোর্ট পরিচালনা করে মানুষকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদ্বুদ্ব করা হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সচেতনতা বাড়াতে‘সুরক্ষা এলার্ট’ টিমের স্বেচ্ছাসেবকরা দিনভর উপজেলার প্রত্যন্ত এলাকায় মাইকিং করে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। এবার মাস্ক পরা নিয়ে মানুষকে উৎসাহিত করতে কৌশল বদল করে ‘মাস্ক পরিধান করুন’ শিরোনামে সড়কের নানা অংশে আলপনা আঁকা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন শুধু সঠিক পদ্ধতিতে মাস্ক পরিধান করার মাধ্যমেই করোনার ঝুঁকি এড়ানো যায়। ফলে করোনা প্রিিতরোধে জীবনযাত্রা স্বাভাবিক রেখে চলতে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তিনি আরও জানান শ্রীমঙ্গলে সংক্রমণ বাড়ছে। গত কয়েকদিনের সংক্রমণ প্রণতা অত্যন্ত উদ্বেগজনক। দেশের অন্যান্য স্থানের সংক্রমণের যে পরিস্থিতি, তাতে আমাদের এখানেও পরিস্থিতি শোচনীয় হতে পারে। এখনই সতর্ক না হলে বিপদ হতে পারে। করোনা মোকাবিলায় আমরা অনেক আগেই অভ্যস্ত হয়ে গেছি। আমরা জানি কী করতে হবে। কিন্তু অবহেলা, অসতর্কতা আমাদের কাল হতে পারে। এই শ্রীমঙ্গল শহরেই প্রায় শতভাগ মাস্ক পরিধানের উদাহরণ কিন্তু আছে; শ্রীমঙ্গলবাসীই তা করে দেখিয়েছে। যার ফলে অতীতের ঢেউগুলো সফলতার সাথেই মোকাবিলা করা গেছে। কিন্তু ইদানীং মাস্ক পরিধানের ক্ষেত্রে বেশ উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। অথচ এবারকার সংক্রমণ আগের চেয়ে ভয়াবহ। তাই মাস্ক পরা নিয়ে জনসচেতনতা তৈরি করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবার রাস্তায় আলপনা অঙ্কন করা হয়েছে। আশা করি এর মাধ্যমে পথচারীসহ সর্বস্তরের মানুষ আরও সচেতন হবেন। ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্ববোধের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শ্রীমঙ্গলকে অতীতের মতোই রক্ষা করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।