গঙ্গাচড়ার বিভিন্ন সড়কের মূল্যবান শিশু গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে। মরা গাছ কেটে নিয়ে যাচ্ছে অনেকে। তাছাড়া মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে অনেক গাছ। এসব গাছ জেলা পরিষদের আওতাধীন। সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের হলেও রংপুর জেলা পরিষদ গাছ রোপণ করেছে। মরা গাছ উঠানোর জন্য জেলা পরিষদকে চিঠি দেওয়া হয়েছে।’ রংপুর জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী রেদোয়ান আহমেদ বলেন, ‘মরা গাছগুলো লট তৈরি করে টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। এরকম প্রক্রিয়া চলছে।’