দিনাজপুর ঘোড়াঘাটে কঠোর লকডাউনের তৃতীয় দিনে ২৪ জন কে জরিমানা প্রদান করেছেন ক্রাম্যমাণ আদালত। ঘোড়াঘাট পুরাতন বাজার, আজাদ মোড়, ওসমানপুর, ডুগডুগি হাট ও রানীগঞ্জ বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে ক্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯ জনকে ৫০০ টাকা করে, ১ জন কে ১ হাজার টাকা ও ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ক্রাম্যমান আদালত। শনিবার (৩ জুলাই) সকাল ১১:০০ ঘটিকায় ক্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম ও সে সময় উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম বলেন, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে যে সার্বিক কার্যাবলী- চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনার যথাযথ বাস্তাবায়ন নিশ্চিতে উপজেলা প্রশাসন কর্তৃক এ ক্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘোড়াঘাট অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে এবং সেই সাথে স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।