বরিশালে জন্ম নিয়েছে দুই মাথা এবং তিন পা যুক্ত একটি শিশু। তবে বিরল এই শিশুটি জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মারা যায়। বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের নবজাতক ওয়ার্ডে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। জন্মের কয়েকঘন্টার মাথায় মৃত্যু হওয়া শিশুটির বাবা-মা পিরোজপুরের আব্দুল জলিল ও শারমিন দম্পতি। নবজাতকের মৃত্যু হলেও মা সুস্থ আছে বলে জানা গেছে। শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে দুই মাথাওয়ালা শিশুটি ভুমিষ্ট হয়। শিশুটির হাত দুটি হলেও পা তিনটি। একটি পা দেহের পেছনের দিকে। শেবাচিম হাসপাতালের নবজাতক ওয়ার্ড থেকে জানানো হয়েছে, ‘শিশুটি বরিশালের কোন একটি হাসপাতালে জন্ম নিয়েছে। তবে কোন হাসপাতালে জন্মেছে সেটা তারা নিশ্চিত নন। তবে শিশুটিকে শেবাচিম হাসপাতালে এনে ভর্তি করার পরে নবজাতক ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু নবজাতক ওয়ার্ডে আসার আগেই তার মৃত্যু হয়। এ কারণে শিশুটির নাম-পরিচয় ভর্তি রেজিস্ট্রারে তোলা হয়নি। শিশুটির শরীরিক অবস্থা ভালো না থাকা এবং ওজন কম হওয়ার কারণে মৃত্যু হতে পারে বলে ধারনা শেবাচিমের শিশু বিভাগের চিকিৎসকদের।