ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ০১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ফেন্সিডিল জাতীয় নতুন ধরনের মাদক ১৯৯ বোতল ঊঝশঁভ সিরাপ এবং ১৭ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। র্যাব-৭, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজার কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ জুলাই সকালে র্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামি ১। মোঃ ময়নাল হোসেন(৩৫), পিতা- মৃত সদর আলী, সাং- বেলুননগর বড় বাড়ী, থানা-কোতয়ালী, ২। মোঃ শরিফুল ইসলাম(২৭), পিতা- মোঃ ফরিদ উদ্দিন মেম্বার, সাং- জুলাই (কুড়িয়াপাড়া) এবং ৩। শাহারিয়ার কবির(৩৫), পিতা- হারুনুর রশিদ, সাং- দড়িভট্ট, উভয় থানা- সদর দক্ষিন সর্ব জেলা- কুমিল্লাদের আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে নিজ হেফাজতে থাকা একটি চটের বস্তার ভিতর হতে ঊঝশঁভ সিরাপ- ১৯৯ বোতল, ফেন্সিডিল- ১৭ বোতল উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ ১৭ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত ফেনী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।