রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

হিলি স্থলবন্দরে ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব আদায় ৩৯৯ কোটি টাকা

মোসলেম উদ্দিন হিলি (দিনাজপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২০২০-২১ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবি আর) বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ছিলো ৩১২ কোটি টাকা। তার মধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এই অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৩৯৯ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার কামরুল ইসলাম। তিনি জানান, গত ২০১৯-২০ অর্থ বছরে হিলি কাস্টমসে রাজস্ব আদায় হয়েছিল ২৩০ কোটি টাকা। আর ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে ৩৯৯ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা। এঅর্থ বছরে সরকারের লক্ষ্য মাত্রা ছিলো ৩১২ কোটি টাকা। গত জুন মাসে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ২৩ হাজার ১১৩ মেট্রিকটন। যা থেকে গত এক মাসে রাজস্ব আদায় হয়েছে ২৮ কোটি ৭৭ লাখ ৯৭ হাজার টাকা। হিলি স্থলবন্দরের শ্রমিক প্রধান গোলাম মোর্শেদ জানান, করোনার লকডাউনের মধ্যেও এই স্থলবন্দর চালু রয়েছে। আমার ৪০০ থেকে ৫০০ শ্রমিক এই বন্দরে কাজ করে আসছে। আমার শ্রমিকরা সরকারি সকল বিধিনিষেধ অনুযায়ী লোড আনলোডের কাজ করছে। প্রতিনিয়ত স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলছে। হিলি পানামা পোর্ট লিংকের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত কুমার চক্রবর্তী (নেপাল) জানান, দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ ও লকডাউন চলমান রয়েছে। এর মধ্যেও অন্যান্য অর্থ বছরের চেয়েও এই বন্দরে সরকারি রাজস্ব অনেক বৃদ্ধি পেয়েছে। সরকারি রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আগামীতে আরও রাজস্ব বৃদ্ধি পাবে। সরকারি নির্দেশ অনুযায়ী ভারতীয় পণ্য বাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে এবং যথা সময়ের মধ্যে গাড়িগুলো আনলোড করে তাদের নিজ দেশে ফিরত পাঠানো হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com