মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

যশোর জেনারেল হাসপাতালে জেলা পরিষদের চিকিৎসা সরঞ্জাম প্রদান

এম. আইউব যশোর:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআর এন্টারপ্রাইজ। বৃহস্পতিবার এসব হস্তারন্তর করে প্রতিষ্ঠানটি। জেলা পরিষদের পক্ষ থেকে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, হাসপাতালের সুপার আক্তারুজ্জামান, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, স্বেচছাসেবী সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব প্রমুখ। চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল মাল্টি প্যারামিটার প্যাসেন্ট মনিটর, সিরিঞ্জ পাম্প, ডেফিব্রিলেটর ও ভিডিও ল্যারানগসকপি। জেলা প্রশাসক করোনা রোগীদের চিকিৎসায় যশোর জেলা পরিষদ এগিয়ে আসায় ভূয়সী প্রশংসা করেন। তিনি জেলা পরিষদের মতো অন্যান্য প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com