রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

ফুলবাড়ীতে এবার নিম্নআয়ের মানুষের ‘কোরবানির ঈদ’ হবে হাঁস দিয়ে!

মাহবুব রহমান সুমন ফুলবাড়ী (কুড়িগ্রাম) :
  • আপডেট সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিম্নআয়ের মানুষের কোরবানি হবে হাঁস দিয়ে। চলমান লকডাউনে নিম্নআয়ের অনেক মানুষের ঘরে কোরবানির গোস্ত থাকছে না এবার। বিগত বছরগুলোতে কোরবানি দিলেও এ বছরে অনেকেই দিতে পারছেন না কোরবানি। তবে লোকলজ্জায় এদের কেউই মুখ খুলছেন না। এসব নিম্নআয়ের অনেক মানুষের ঘরে গরুর গোস্ত না থাকলেও তার বিকল্প হিসেবে হাঁস বেছে নিয়েছেন। বাজারে এখন হাঁসের চাহিদা তুঙ্গে। নিম্নআয়ের পাশাপাশি অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজনও কোরবানি দিতে পারছেন না বলে জানা গেছে। ফুলবাড়ীর খড়িবাড়ি হাটবাজার ঘুরে দেখা যায়, বাজারে হাঁস বিক্রি হচ্ছে প্রচুর। পরিবারের কথা চিন্তা করে ও শিশুদের মাংসের চাহিদা পূরণের জন্য হাঁস কিনে নিচ্ছেন। বিভিন্ন সাইজের প্রতিটি হাঁস ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর কোরবানি না দেওয়া কয়েকজনের (নাম না প্রকাশের শর্তে) সঙ্গে আলাপ করে জানা যায়, কোরবানি দেওয়ার মতো অর্থ নেই। অনেকেরই রোজগার বন্ধ হয়ে গেছে। কোনোরকম খেয়ে-পরে বেঁচে থাকলেও কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই। কেউ কেউ বলছেন, বিগত বছর কোরবানি দিয়েছি, তখন সামর্থ্য ছিল- এ বছর সামর্থ্য নেই, তাই কোরবানি দিচ্ছি না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com