লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত ফুলবাড়ী বাসস্ট্যান্ড লায়ন্স ভবনের হলরুমে দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই রোববার স্বাস্থ্যবিধি মেনে লায়ন্স ক্লাবের ২০২০-২০২১ বর্ষের বিদায়ী কার্যকরী পরিষদের পক্ষে বিদায়ী প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন খান ও বিদায়ী সেক্রেটারী লায়ন এম.এ খালেক দায়িত্ব হস্তান্তর করেন ২০২১-২০২২ বর্ষের নব-নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না ও সেক্রেটারী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লায়ন ইঞ্জিঃ মোঃ আমজাদ হোসেনকে। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ-২ হেড কোয়ার্টার বীর মুক্তিযোদ্ধা লায়ন এ্যাডঃ এম.এ মজিদ, যোন চেয়ার পার্সন-ক্লাবস্ লায়ন মোজাফ্ফর আলী মিলন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন মোকাররম হোসেন, লায়ন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সরকা, লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন শাহ্ আলম প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লায়ন্স ক্লাব অব দিনাজপুর অফিসের এও মোঃ সবুর সরকার। নব-নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না বলেন, ক্লাবের উন্নয়নে এবং এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে যে দায়িত্ব আমি পেয়েছি সেটা আমার কাছে গুরু দায়িত্ব। ক্লাবের সদস্যদের সার্বিক সহযোগিতায় আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাব। সেইসাথে আন্তর্জাতিক সংগঠন লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর ঐতিহ্য ও সুনাম ধরে রাখব।