চট্টগ্রামের নবজাতক শিশুর পাশে থেকে উপহার প্রদান করে প্রশংসা কুড়িয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবিব জিতু। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল, নজর কেড়েছেন সাধারণ মানুষের। কাছে পেয়ে মহাখুশি হতদরিদ্রের পরিবারে নতুন অতিথির পিতা মুহাম্মদ সাজ্জাদুর রহমান ও মাতা ফাতেমা বেগম। সচেতন মহলের কাছে প্রশংসায় কদর গুণছেন ইউএনও জিতু। এমন ব্যতিক্রমী উদ্যোগে মনোবিকাশ ঘটবে অন্যান্য অফিসারদের মাঝে। এমন মানবিক গুণাবলি দেশ গড়ার প্রত্যয়ে আগামী প্রজন্মের যুক্তিতে শিরোনামে পরিণত হবে মনে করেন আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষাবিদ, মানবতাবাদী প্রফেসর ড. আবুল আলা মোহাম্মদ হোছামুদ্দিন। সদ্য ভূমিহীনদের মাঝে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়িত উপজেলা পুটিবিলা আশ্রয়ণ প্রকল্পের নবনির্মিত আশ্রয়স্থলে নবজাতক শিশুর আগমনের খবর পেয়ে গত ২৬ জুলাই সোমবার নতুন অতিথির জন্য জামা-কাপড় ও মিষ্টি নিয়ে ছুটে যান ইউএনও আহসান হাবিব জিতু। সেখানে কিছুক্ষণ সময়ও কাটান তিনি। এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া। ইউএনও জিতু জানান, “মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য স্বপ্ন আশ্রয়ণ প্রকল্প। উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তারা অনেক খুশি। তারা সেখানে সুন্দরভাবে জীবন-যাপন করছেন। তাদের জন্য উৎসাহমুখর কিছু করতে পারলেই জীবনকে সার্থক মনে হয়।” সাজ্জাদুর রহমান ও ফাতেমা বেগম তাদের সন্তানকে আশ্রয়ণ প্রকল্পে দেখতে আসায় ইউএনও আহসান হাবীব জিতু ও পিআইও মুহাম্মদ মাহবুব আলম ভুঁইয়াকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।