মানবিক ব্যাংক হিসেবে স্বীকৃতি প্রাপ্ত এন.আর.বি.সি ব্যাংকের মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর শাখা উদ্বোধন হয়েছে। ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার দুপুর ১২ টায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর আমির হোসেন প্লাজার ২য় তলায় এন আর বি সি ব্যাংক এর গজারিয়া শাখা উদ্ধোধন করা হয়। উক্ত শাখা উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনএন আর বি সি ব্যাংক মোড়গাপাড়া শাখা ম্যানেজার মোঃ তারেক। এন আর বি সি ব্যাংক গজারিয়া শাখা নতুন ম্যানেজার মোঃ ফেরদাউস আহম্মেদ। বাংলাদেশ সমবায় মন্ত্রণালয় এর পরিদর্শক ঢাকা মোঃ আমানুর রহমান। গণ্যমান্য ব্যক্তিবর্গ মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন প্লাজার মালিক মোঃ মোয়াজ্জেম হোসেন মিলন, দৈনিক সকালের সময় পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান সাগর, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক, এনামুল হক, করিম জুট মিল এর সাবেক জেনারেল ম্যানেজার মোঃ করিম, এন আর বি সি ব্যাংক এর গজারিয়া শাখার অপারেশন ম্যানেজার মোঃ আসিফ, ক্যাশ ইনচার্জ মোঃ সেলিম, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এই ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা হোম লোন, কৃষি লোন ও ব্যবসায়ীদের স্বল্পশোধে লোন নিতে পারবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইতোমধ্যে করোনা দুর্যোগের এই সময়ে শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নয়, দেশের কৃষকদের পাশেও দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক সবসময় সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে- এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বি আরটিএ ফি গ্রহণ, ইন্টারনেট ব্যাংকিং সেবা।