ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক আলোচনা শেষে কেরাণীগঞ্জে পরিচালিত হয়েছে দিনব্যাপী বিনামূলে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম। গত কাল শনিবার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ এ আলোচনা সভা ও ডেঙ্গু পরীক্ষা কার্যক্রমের আয়োজন করেন। যা পর্যায়ক্রমে সারা উপজেলা ব্যাপী পরিচালিত হবে বলে জানিয়েছেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। দিনব্যাপী এ কার্যকমের আওতায় শুভাঢ্যা ইউনিয়নের প্রায় শতাধিক মানুষকে বিনামূলে এ সেবা প্রদান করা হয়। এর আগে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নিয়ে এক আলোচনা সভায় ডেঙ্গুর বিস্তার ও এর ভয়াবহতা নিয়ে ব্যাপক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান। শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো.ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টও মো.শাহিনূর আলম, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম ইলিয়াস আলী, ইউপি সচিব মাহমুদা আক্তার, ইউপি সদস্য মো. ওয়াহেদ, মো. মোক্তার হোসেন, মোসা: সাথী আলী, মো.আবুল হোসেন, মো.মুরাদ হোসেন, শুভাঢ্রা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. রাসেল প্রমুখ।